রাজশাহী জেলার বাগমারায় জমি জবর দখল করে টিনের ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের তোকিপুর গ্রামে এঘটনা ঘটেছে। বাগমারা থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোকিপুর গ্রামের মৃত বলিদ মন্ডলের পুত্র আঃ মালেক দিগর পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিজমা দীর্ঘদিন ভোগ দখল করে আসছেন। উক্ত জমিজমায় বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ এবং চাষাবাদ করছেন।
তোকিপুর মৌজায় ২৬৭ খতিয়ানে, ২৯৩৩ নং দাগে ১১ শতক জমিজমা একই গ্রামের আজিম উদ্দীন (৫৫), নমির উদ্দীন (৪৫) উভয়ের পিতা নছির উদ্দীন হঠাৎ বিবাদমান জমিটি তাঁদের বলে দাবী করেন ।
সূত্র জানায়, গত ১৮ই জানুয়ারি দুপুুরের দিকে আজিম উদ্দীন গংরা জমি দখলের প্রাঁয়তারা চালায়। ২০ জানুয়ারি বহিরগত বেশ কিছু লোকজন এনে দেশীয় অস্ত্রপাতি হাতে মহড়া দেয় এবং একচালা টিনের ঘর নির্মাণের মাধ্যমে জমিটি জবর দখল করে।
নিরুপায় হয়ে ভিকটিম আঃ মালেক ৯৯৯ ফোন দেন। পুলিশ আসার খবরে পেয়ে দখলকারীরা সটকে পড়ে। পরে আবারো সবাই একত্রিত হয়ে ঘর নির্মাণ করেন।
আঃ মালেক এবং তাঁর অপর ভাই আব্দুস সালাম জানান, আমরা জীবিকার তাগিদে হাটগাঙ্গোপাড়া এলাকায় বসবাস করি। আমাদের পরিবারিক একটি অনুষ্ঠান নিয়ে আমরা শনিবার ব্যস্ত ছিলাম। পূর্ব শত্রুতার জের ধরে, এই ফাঁকে বিবাদীরা লোকজন জড়ো করে আমাদের সম্পত্তি দখল করেছে। এমন কী জমিতে রোপণকৃত বিভিন্ন প্রজাতির শাক সবজি টেনে তুলে নষ্ট করে ফেলে। আরও জানায়, প্রতিপক্ষরা অনবরত ভয়ভীতি, মিথ্যা মামলায় ফাঁসানো এবং এমন কী প্রাণে মেরে ফেলার হুমকি, ধামকি অব্যাহত রেখেছে। ভিকটিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দোষীদের কঠোর শাস্তির দাবী জানান।
তবে আজিম উদ্দীন এবং নমির উদ্দীনের কাছে জমির দলিল দস্তাবেজের দেখতে চাইলে তাঁরা দেখাতে পারেননি।
ভূক্তভোগি জমির প্রকৃত মালিক তোকিপুর গ্রামের মৃত বলিদ মন্ডলের পুত্র আঃ মালেক বাদী হয়ে গত ২০/০১/২০২৪ ইং তারিখ। একই গ্রামের নছিরের পুত্র আজিম উদ্দীনকে প্রধান আসামী করে ১২ জনের নামে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়টি নিশ্চিত করেন, বাগমারা থানার উপ-পরিদর্শক (আইও) জয়দেব কুমার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।