মাদারীপুরের শিবচরে আরিফ খালাসি (৩২) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহত আরিফ একই এলাকার মিনহাজ খালাসির ছেলে। তিনি শিবচর পৌর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রান্নাঘরে বৈদ্যুতের তার ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাতের স্পর্শে তারটি সরানোর চেষ্টা করেন আরিফ। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়েন যান। পরে তাকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিদ্যুতের তারে ত্রুটি থাকায় স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মারা যান আরিফ।