আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের সম্মানীয় অতিরিক্ত ডিআইজি মো: জাফর হোসেন কে হারদী মডেল একাডেমীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।গতকাল সকাল ১০ ঘটিকার সময় হারদী মডেল একাডেমিতে পৌছালে স্কুলের শিক্ষার্থীরা রাস্তার দুই পাশে দাড়ি মডেল একাডেমীর পক্ষ থেকে হারদী গ্রামের কৃতি সন্তান জাফর হোসেন কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হারদী মডেল একাডেমির পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি নুরে আলম, সদস্য সামসুল ইসলাম, আজিম উদ্দিন, চুন্ন মিয়া, বাবু খান, রিপন ইসলাম, ডায়মন্ড খান, আওয়াল খান, জুয়েল খান, নুর ইসলাম, রাশেদ পারভেজ, মিরা খাতুন, ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু ও একাডেমীর পরিচালক মো বিশারত আলী এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হারদী স্বাস্থ কম্লেক্সের উপ-,সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা: নাজমুল ইসলাম।এ সময় প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি জাফর হোসেন বলেন আমি আপনাদের সন্তান,আমাকে ফুল দিয়ে সম্মান জানানোর কোন প্রয়োজন নেই,আমি হারদীর সন্তান হিসেবে সব সময় চাইব এই স্কুলের ছাত্র,ছাত্রী সুশিক্ষায় শিক্ষিত হয়ে,দেশের মুখ উজ্জল করবে।হারদী গ্রাম সহ তোমাদের পিতা,মাতার মুখ উজ্জল করবে।মনে রেখ লেখাপড়ার কোন বিকল্প নেই,তোমাদের স্মার্ট হতে হবে।আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের তৈরী হতে হবে।