শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের ট্রাক প্রতীকের গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সন্ধ্যায় ধানশাইল বাজারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় শত শত মানুষের পৃথক কয়েকটি মিছিল অংশ নেয়। ভোটারদের ব্যাপক সাড়া পাওয়ায় পথসভায় মানুষের ঢল নেমেছে।
সভায় সভাপতিত্ব করেন ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। এতে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামসুল আরেফিনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা সিদ্দিককা রূপালী, আওয়ামী লীগ নেতা ও ঝিনাইগাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফকির মো. সাইফুল ইসলাম, শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র মো. আবু সাইদ, রাণী শিমুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ প্রমুখ।