আশুলিয়ায় একটি ফার্মে খাবারের সাথে বিষ প্রয়োগে ২শত ৫০টি মুরগী মারার ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
ফার্ম মালিকের সন্দেহের তালিকায় রয়েছেন একজন প্রতিবেশী পরিকল্পিতভাবে এ কাজ করেছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) দুপুরে ফার্মের মালিক আরিফ হোসেন আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আরিফ হোসেন বলেন, ফার্মে গিয়ে দেখি ২শত ৫০ টি মুরগি মরে আছে। ফার্মটিতে ৩শত টাইগার ও তিথি মুরগি ছিল। যতটুক বুঝতে পরছি,খাবারে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিবেশী মো.আলমগীর গতকাল দুইটা মুরগী নেন, টাকা চাওয়ায় খারাপ আচারণ করেন তিনি। আমার খামারে কোন মুরগী থাকব না একথাও বইলা গেছে। আমার ধারণা ঐ এই কাম ঘটাইছে।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, এমন ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সন্দেহভাজন এক প্রতিবেশীর নাম উল্লেখ করা হয়েছে। শীঘ্রই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।