নৌকার বিজয় নিশ্চিত। বর্তমান ও সাবেক এমপির খতিয়ান যাচাই-বাছাই করেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক আমাকে দিয়েছে। মানুষকে ভুল ও অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তিতে ফেলছে কিছু মানুষ। এতে কোন লাভ হবে না। আগামী ৭ তারিখে দল বেধে ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা স্বাধীনতার মার্ক, নৌকা জননেত্রী শেখ হাসিনার মার্কা, নৌকা এ দেশের খেটে খাওয়া মেহনতী মানুষের মার্কা, এদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের কোটচাঁদপুরে গণসংযোগে সাধারণ ভোটারের উদ্দেশ্য এসব কথা বলেন প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব ও ঝিনাইদা ৩ আসনের নৌকার মাঝি (অবঃ) মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়জি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকল থেকে সন্ধ্যা পর্যন্ত কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন মোড়ের হাট বাজারে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং নৌকা প্রতীকে ভোট চান। সে সময় তিনি ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা তুলে ধরেন সাধারণ মানুষের মাঝে। এবারে নির্বাচনে নৌকার বিজয় হবে বলে তিনি আশাবাদী। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল,পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল,পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান, পৌর ছাত্রলীগ নেতা পারভেজ আক্তার পাভেল, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব শেখ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর ....