ঝিনাইদহ-৩ আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন এমপি শফিকুল আজম খাঁন চঞ্চলের সহধর্মিনী শারমিন সুলতানা জলি।
বুধবার (২৭ শে ডিসেম্বর) সকাল থেকে সন্ধা পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট বাজারে গণসংযোগ করেন তিনি।
এ সময় এমপি চঞ্চলের আমলের সকল উন্নয়ন মূলোক কর্মকাণ্ড তুলে ধরেন সাধারণ মানুষের মাঝে ও ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সকল স্তরের ভোটারদের।
এ সময় শারমিন সুলতানা জলির সাথে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ খান, কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন আবু, মহেশপুর পৌর মেয়রের সহধর্মিনী দিলরুবা খাতুন সাথী, শ্রমিকলীগ নেতা ইকবাল হোসনে, সেচ্ছাসেবক লীগ নেতা লিমন সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।।
এ জাতীয় আরো খবর ....