রাজশাহী জেলার বাঘায় গুড়ের জারকিনের মধ্যে অভিনব কৌশলে ফেনসিডিল পাচার কালে মোছা : লাভলী (৪০ ) নামের এক নারীকে কে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গত সোমবার রাতে বাঘা কিশোরপুর সগনীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় আমদানি নিসিদ্ধ ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সনাতন চক্রবর্তীর নির্দেশে ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা উপজেলার কিশোরপুর সগনীপাড়া গ্রামে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায় এবং গুড়ের জারকিনের ভেতরে ৬০ বোতল ফেনসিডিলসহ লাভলী (৪০) নামের এক নারীকে হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত লাভলী কিশোরপুর সগনীপাড়া গ্রামে আলী হোসেনের স্ত্রী।
গ্রেপ্তারের পরে ডিবি পুলিশের কাছে লাভলী স্বীকার করে, ফেনসিডিল সে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন এবং র্দীঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িতো সে ও তার স্বামী। এ ঘটনায় লাভলীর স্বামী কিশোরপুর সগনীপাড়া গ্রামে মৃত নবীর উদ্দিনের ছেলে আলী হোসেন ও আলী হোসেনের ছেলে জীবন হোসেনকে পলাতক আসামী করে বাঘা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদক উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যহত রয়েছে।