শেরপুরের ঝিনাইগাতীতে দুই শতাধিক দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব কম্বল তুলে দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন। এ কম্বল পেয়ে খুশি হতদরিদ্র অসহায় পরিবারের মানুষেরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি সচিব শাহনাজ পারভীন, ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, জবেদ আলী, রকিব বাদশা, ফারুক, আজিজুল, নারী সদস্য জোস্না, লাইলী, নার্গিস প্রমুখ।
এ জাতীয় আরো খবর ....