মানিকগঞ্জে দৌলতপুরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক রেহানা আকতার।
২৪ ডিসেম্বর রবিবার সকালে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রিজাইডিং অফিসারদের ২দিন ব্যাপি প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহানা আকতার ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম( বার), জেলা নির্বাচন অফিসার মোঃ আমিনুর রহমান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়েজ উদ্দিন আহমেদ,থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য,ওসি তদন্ত রনজিত সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদ আহমেদ ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুর রহমান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য উপজেলা নির্বাচন কর্মকর্তা তামান্না রশিদ বলেন এ বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুর উপজেলায় মোট ৬১ টি কেন্দ্র রয়েছে । উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৫১,৬৬৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৬,১৪৭ জন, মহিলা ভোটার ৭৫,৫২১জন । ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা ১১৬৯জন । এর বাহিরেও থাকবে পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টহল পার্টি ।ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। নির্বাচনে সাধারন মানুষ নির্বিঘ্নে ভোট দিবে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নিরপেক্ষভাবে সবাই দায়িত্ব পালন করুন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট প্রদান করবে এবং জনগণ তাদের মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করবে ।কেউ বাধা দিতে পারবে না। যাকে,যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব পালন করতেন হবে।কেউ দায়িত্ব অবহেলা করলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। কোথাও কোন ঘটনা ঘটলে আমাকে আমাকে অবগত করবেন।
নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতা একান্ত কাম্য, সবার সুস্বাস্থ্যে ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন