মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক আওয়ামী লীগ কমীকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম এসকেন্দার খাঁ।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন। তাহমিনা বেগম নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর আংশিক-কালকিনি-ডাসার নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য।