দৌলতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য এর নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক রণজিৎ সাহার নেতৃত্বে এসআই নাজমুল আলম, এএসআই লিটন বর্মন সহ অন্যান্য ফোর্সদের সম্মনয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জের দৌলতপুরে “মা জুয়েলার্স” দোকান মালিকের কাছ থেকে ২০ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা ডাকাতির ঘটনায় রিপন নামে এক ডাকাতকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ টিম ।
গত ২০/১২/২৩ ইং তারিখ রাত ০২.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন মহাদেবপুর (উত্তর পাল পাড়াস্থ) আসামীর নিজ বাড়ী হতে রাত ০২:৩০ ঘটিকার সময় আসামী রিপন দাস কে (৩২)গ্রেফতার করেন। পরবর্তীতে আসামীর দেয়া তথ্যমতে একই তারিখ ভোর ০৫.৪৫ ঘটিকায় তার বসতঘরের স্টীলের আলমারি হতে আসামীর দেখানো এবং নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে লুন্ঠিত মালামালের মধ্য হইতে ০৩ ভরি ০১ আনা ০৪ রতি ০৮ পয়েন্ট স্বর্নালংকার আলামত হিসেবে জব্দ করে নিয়ে আসা হয়।