নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাসের নেতৃত্বে কলোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ও বাহিরগ্রাম স্কুলে মহিলা সমাবেশ হয়েছে। নারী ভোটারদের শতভাগ ভোট নিশ্চিত করতে এই মহিলা সমাবেশ করা হয়।
মহিলা সমাবেশে বক্তৃতাকালে চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাস বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে, দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করতে কবিরুল হক মুক্তিকে নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য উৎপল বিশ্বাস, ইউপি সদস্য তপন বিশ্বাস, ইউপি সদস্য নেছের আলী, ইউপি সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।