ঢাকা-১৯ আসনে নৌকা মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান তার নির্বাচনী প্রচারণা ও কর্মিসভা অনুষ্ঠানে তিনি বলেন, আমি বিধ্বস্ত সাভার-কে একটি সুন্দর রূপ দান করেছি। ভোটারদের কাছে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইলেন নৌকা মার্কায় ভোট।
শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় নৌকার নির্বাচনী অফিস উদ্ভোদন ও কর্মিসভা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বর্তমান সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া থানা আ.লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, শিমুলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি রকিবুল ইসলাম বাবুল, সুমন মৃর্ধা, সমরাজ মৃর্ধাসহ আরও অনেকেই।
এর আগে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ডা.এনামুর রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি মিছিল বের করেন শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ। মিছিলটিতে কয়েক হাজার নৌকা সমর্থকরা অংশ নেয়, যা রুপান্তরিত হয় জনসমুদ্রে।
ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান বলেন, আল্লাহ যাকে ইচ্ছে সম্মান দেন। আবার তা কেড়েও নেন। আমার পথচলা আল্লাহর উপর ভরসা রেখেই। তিনি আরও বলেন, সাভার-আশুলিয়াবাসীর কাছে একটাই চাওয়া। যদি এ অঞ্চলের পরিবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে থাকতে চান। তাহলে নৌকার কোন বিকল্প নেই।
উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, রানাপ্লাজা নিহত ও আহতদের ঘটনায় বিদ্রোহী প্রার্থী মুরাদ জং-কে খেসারত দিতে হবে। তিনি আরও বলেন, রাস্তাঘাট তো করেই নাই, খালি পারে আকাম করতে। আর পারে মিরপুর বইসা ঝুটের টাকা ভাগাভাগি করতে।
অনুষ্ঠানে উপস্থিত কয়েক হাজার নেতাকর্মীদের জন্য ভূরিভোজনের আয়োজন করেন সুমন মৃর্ধা।