রোটারি ক্লাব অব চিটাগাং আপটাউন এর উদ্যোগে পুঁইছড়িস্থ কোরআনের আলো হিফজ মাদরাসা ও এতিমনিবাসে সুপেয় পানির সুবিধার্তে ওয়াটার পিউরিফায়ার স্থাপন ও সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে মধ্যম পুঁইছড়িস্থ মাওলার পাড়া কোরআনের আলো হিফজ মাদরাসা ও এতিমনিবাসের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র করা হয়েছে।
রোটারী ক্লাব অব চিটাগাং আপটাউনের প্রেসিডেন্ট মুহাম্মদ এনাম উদ্দীন এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জিএসআর পিপি মূসা কলিম উল্লাহ কিশলু।
বিশেষ অতিথি ছিলেন- সমাজ সেবক লুৎফর রহমান সিকাদার, সোলতানুল আনিম চৌধুরী, রোটারিয়ান মুবিনুল হক মুবিন, আবদুস শাকুর ও এডভোকেট রায়হান সোবহান, মাদরাসা পরিচালক মুফতি আব্দুল হক, সাংবাদিক শিব্বির আহমদ রানা, মমতাজুল ইসলাম।