গ্রামীণ ব্যাংক আমবাড়ীয়া মিরপুর শাখার উদ্যোগে ১০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে ৷
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে হালসা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক আমবাড়ীয়া শাখার শাখা ব্যবস্থাপক নিরাফাত আনম সুমন এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা হিসেবে নগদ অর্থ তুলে দেন আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুকুল সাইফুল ৷
এ সময় উপস্থিত ছিলেন অত্র শাখার সহকারী ম্যানেজার দেলোয়ার হোসেন, অফিসার সবুর আলী, সানাউল্লাহ প্রমূখ ৷
গ্রামীণ ব্যাংক আমবাড়ীয়া শাখার শাখা ব্যবস্থাপক নিরাফাত আনম সুমন জানান, চলমান কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছর পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতিক ক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখেন তাদের মাঝে বৃত্তি প্রদান করা হয় ৷
এ জাতীয় আরো খবর ....