রাজশাহীর গোদাগাড়ীতে মাদক সম্রাট রকিবুরকে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রকিবুরকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গোদাগাড়ী থানার ইনচার্জ (ওসি) আব্দুল মতিনের দিকনির্দেশনায় ইন্সপেক্টর মাহবুব এর নেতৃত্বে এসআই আতিকুরসহ অফিসার ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী পৌরসভার রেলবাজার পদ্মা নদীর ঘাট সংলগ্ন রকিবুরের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হিরোইনসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ ।
গ্রেপ্তারকৃত হলেন, গোদাগাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বারুইপাড়া গ্রামের মৃত আব্দুল জাব্বার এর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী রকিবুর ইসলাম (৪৭) ও বরিশালের মোঃ মাহবুব ইসলাম।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ইনচার্জ (ওসি) আবদুল মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রকিবুর ইসলামকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে প্রায় ২০ লাখ টাকার ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। রকিবুর ইসলাম গোদাগাড়ীর অন্যতম শীর্ষ মাদক সম্রাট। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় চলে তার মাদকের ব্যাবসা।
তিনি বহুদিন যাবত আইনের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছিল মাদকের রমরমা ব্যবসা। অবশেষে হেরোইনসহ গোদাগাড়ী থানা পুলিশের জালে আটক হন তিনি।