দীর্ঘ দশ বছর পর সাভারের বাড়িতে উঠলেন তালুকদার মুহাম্মদ তৌহিদ জং মুরাদ। সকালে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে বাড়িটি উদ্বোধন করেন তিনি।
এসময় সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের সাথে নিয়ে তার নির্বাচনী প্রচার-প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু করেন তিনি।
ঢাকা-১৯ আসনে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন সাবেক এই সংসদ সদস্য। নৌকা প্রার্থী হিসেবে রয়েছেন ডা.এনামুর রহমান। এছাড়াও আরেক প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হলেন আশুলিয়া থানা আ.লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়া ঢাকা-১৯। এখানে ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন। এ আসনে মোট প্রার্থী সংখ্যা ১০ জন।
নেতা-কর্মীদের উদ্দেশ্য করে মুরাদ বলেন, সাভার-আশুলিয়াবাসীর ভালোবাসা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জনপ্রিয়তা যাচাই করার জন্যই নির্বাচনে অংশ নিয়েছি।
এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা কি ভাইসা আইছি। আইয়ো আমরা সাভারবাসী রেডি আছি।
দীর্ঘ সময় নির্বাচনী প্রচারণায় ঢাকা-আরিচা মহাসড়কে সৃষ্টি হয় সাময়ীক যানজট। সকাল ৯টা থেকে বেলা তিনটায় পর্যন্ত একটানা চলে মুরাদের কর্মীসভা।
প্রসঙ্গত, আগামী ৭ই জানুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।