দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে ট্রাক প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী তালুকদার মুহাম্মদ তৌহিদ জং মুরাদ লড়বেন ঈগল প্রতীকে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকা ডিসি কার্যালয় থেকে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান।
এর আগে, এ আসনে তৃতীয় বারের মতো নৌকায় মনোনয়ন পেয়েছে বর্তমান এমপি ডা. এনামুর রহমান।
স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম প্রতীক পেয়ে বলেন, এখন পর্যন্ত নির্বাচনী কার্যক্রম প্রশংসনীয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণ যোগ্য ও অংশগ্রহণ মূলম নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে আমি শতভাগ আশাবাদী জয়ের। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।
আরেক হেভিওয়েট প্রার্থী ও সাবেক সংসদ সদস্য তালুকদার মুহাম্মদ তৌহিদ জং মুরাদ বলেন, আমি দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলাম। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোন প্রার্থী নির্বাচন করতে পারবে না। তাই অংশগ্রহণ মুলক নির্বাচনের লক্ষ্যে আমি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নিসন্দেহে ৭ তারিখে ভোটের মাঠে জনগণ আমাকে নির্বাচিত করবেন। আমি এ আসনে ঈগল প্রতীকে নৌকাসহ অন্যান্য প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দিতা করছি।
১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ঢাকা-১৯ আসন। এর মধ্যে ভাকুর্তা ঢাকা-২ ও আউন্দিয়া হলো ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত।
ইউনিয়নগুলো হলো, শিমুলিয়া, পাথালিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, সাভার সদর, তেঁতুলঝোড়া, কাউন্দিয়া, ভাকুর্তা, আমীনবাজার, বনগাঁও ও বিরুলিয়া। এ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন। প্রার্থী সংখ্যা ১০ জন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৭ তারিখে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।