চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ১৮ ডিসেম্বর ১০টা ৩০ মিনিটে আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সভাপতিত্বে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে সামনে রেখে জেলার ১১টি গীর্জার সভাপতি, সেক্রেটারি, পুরোহিত, প্রার্থনাকারী খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বলেন, আমাদের এই অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িকতার কোন সুযোগ নাই। চুয়াডাঙ্গা জেলার প্রত্যেকটি গির্জার নিরাপত্তার দিকে সকলকে খেয়াল রাখতে হবে। বড়দিন ও গির্জাকেন্দ্রিক কোনো মোটরসাইকেল মহড়া করা যাবে না। গির্জায় বড় কোনো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। ধর্মীয় অনুষ্ঠানস্থলসহ গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী সিসি ক্যামেরা না থাকলে অতিদ্রুত সিসি ক্যামেরা বসাতে হবে। সকলকে উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন পালনে সহযোগিতা করার আহবান জানান।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা; আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); চুয়াডাঙ্গা; জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); চুয়াডাঙ্গা; আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; শেখ সেকেন্দার আলী, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা; মোঃ আলমগীর কবীর, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা; বিপ্লব কুমার সাহা, অফিসার ইনচার্জ দর্শনা থানা, চুয়াডাঙ্গাসহ চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত সকল গীর্জার পুরোহিত/পালক/সভাপতি/সাধারণ সম্পাদকগণ।