বাঁশখালী বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্নাপ্ত প্রবীন শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান বিএসসি শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া মাজারগেইট আবাসিক এলাকায় তাঁহার বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া– রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩পুত্র, ৩কন্যা সন্তানসহ অসংখ্য শিক্ষার্থী ও গুনগ্রাহী রেখে গেছেন। রোববার (১৭ ডিসেম্বর) শীলকূপের ১নম্বর ওয়ার্ড পশ্চিম মনকিচর নয়াঘোনা নুরু মার্কেটের পশ্চিম পাশে স্থানীয় জামে মসজিদ মাঠে হাজার হাজার মুসল্লীর অংশগ্রহণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযায় উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, দক্ষিণজেলা আ’লীগের প্রভাবশালী সদস্য আব্দুল্লাহ কবির লিটন, বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম চৌধুরী, সাবেক পৌরমেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, শীলকূপ ইউপির চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, সাবেক চেয়ারম্যান আকতার হোসাইন ও মোজাম্মেল হক সিকদার, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, পুঁইছড়ি ইউপি চেয়ারম্যান তারেকুর রহমান, বাঁশখালী বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুখসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
চাম্বল বড় মাদরাসার মুহতামীম আল্লামা শাহ্ আব্দুল জলিল সাহেব হুজুর তাঁর জানাযার নামাযে ইমামতি করেন। জানাযা শেষে পশ্চিম-মনকিচর তাঁহার নিজ পারিবারিক করস্থানে দাফন সম্পন্ন করা হয়।