খুলনা রেঞ্জ কর্তৃক আয়োজিত রেঞ্জ ডিআইজি’র কার্যালয় কনফারেন্স রুমে মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা মহোদয়ের সভাপতিত্বে অদ্য ১৭ ডিসেম্বর বিকাল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা রেঞ্জের সকল জেলার নভেম্বর/২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে উক্ত ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। ভার্চুয়ালি মিটিংয়ে খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারবৃন্দ ও খুলনা রেঞ্জাধীন সকল থানার অফিসার ইনচার্জগণদের তাদের নিজ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ খ্রিস্টান ধর্মীয় উৎসব বড়দিন ও ইংরেজি বর্ষবরণ সুষ্ঠুভাবে উৎসবমূখর পরিবেশে উৎযাপন করতে পারে সে বিষয়ে গুরুত্বর্পূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়া জঙ্গী/চরমপন্থী, কিশোরগ্যাং, মানব পাচার প্রতিরোধ, মামলা তদন্তের মান বৃদ্ধি সহ তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
উক্ত কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); সকল অফিসার ইনচার্জগণ; জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; ওলিউজ্জামান, টিআই প্রশাসন, ট্রাফিক বিভাগ; জনাব নাসির উদ্দিন মৃধা, কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট; কে এম জাহাঙ্গীর আলম, পুলিশ অফিস (ক্রাইম সেকশন), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।