বাঁশখালী সরকারী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা শেষে বর্ণাঢ্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শীলকূপ ইউপির চেয়ারম্যান মো. কায়েশ সরওয়ার সুমন।
এ সময় ‘এ সংসদ মনে করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়েছে’ বিষয়টি নিয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। একইসাথে দেশাত্ববোধক গান পরিবেশন ও বিজয় দিবসের আলোচনা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জাজ কোর্টের আইনজীবী, ডিবেট বাংলাদেশ ও জাতীয় বিতর্ক মঞ্চের সাবেক সভাপতি এডভোকেট ইমরানুল হক, শিক্ষক বাবু সুব্রত বড়ুয়া, আজগর হোসেন, দেবপ্রিয় বড়ুয়া, মাও হাসান নুর, সাংবাদিক মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা সহ প্রমূখ।