বিজয় দিবস উদযাপনের উপলক্ষে বেচা-বিক্রি বেড়েছে ফুলের দোকান গুলোতে। এইদিকে ফুল বিক্রি বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন ফুল বিক্রেতারা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের-নবীনগর এলাকার ফুল মার্কেট গুলোতে গিয়ে দেখা যায়, ছোট-বড় অনেকেই এসেছেন ফুল কেনার জন্য।
ফুল বিক্রেতা জসিম মিয়া বলেন, বেশ কিছুদিন কোন বেচা বিক্রি নাই। আগামীকাল বিজয় দিবস উদযাপনে শহীদ বেদীতে ফুল দিবেন ভিভিআইপি ভিআইপি সহ অনেকেই। তাই ফুল বিক্রির হিড়িক পড়েছে এখানে। আজ ভালোই বেচা-বিক্রি আছে। আশাকরি আজকের চেয়ে কালকে আরও বেশি ফুল বিক্রি করতে পারবো।
পুষ্পস্তবক বিক্রেতা সুমন আহমেদ বলেন, রাষ্ট্রীয় বিশেষ দিনে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের জন্য পুষ্পস্তবক, ফুলের মালা ইত্যাদি বানাই। কালকে বিজয় দিবস তাই ফুলের দোকানে ক্রেতাদের ভীড়। মোটামুটি ভালোই বেচা-বিক্রি আজ। কাল সকাল থেকে আরও বেশি বেচা-বিক্রি হবে। এরজন্য ফুলের বাগান মালিকের কাছে পঞ্চাশ হাজার টাকার ফুলের অর্ডার করেছি। ধারণা করছি এবছর অন্যান্য বছরের চেয়ে বেশি ফুল বিক্রি হবে।
ফুল কিনতে আসা পিয়াস আহমেদ এর সাথে কথা হয় আমাদের। তিনি বলেন, আজ সাপ্তাহিক ছুটির দিন! তাই পরিবার নিয়ে একটু ঘুরতে বের হইছি। কালকে সারাদিন অনেক ভীড় থাকবে এখানে। তাই আজকেই চলে আসলাম। আমার সন্তান আর স্ত্রী গোলাপ ফুল পছন্দ করে। তাই এই দোকানে আসা কিছু গোলাপ ফুল কেনার জন্য।
প্রসঙ্গত, আর কয়েকঘন্টা পর দেশে উদযাপিত হবে মহান বিজয় দিবস। দেশে ৫২তম বিজয় উদযাপনে অপেক্ষিত লাখো বাঙালি। টানা দু‘দিনের ছুটি পেয়ে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন জাতীয় স্মৃতিসৌধে।