চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় মোঃ আলমগীর কবীর, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানার নেতৃত্বে নাটুদহ ক্যাম্পের এসআই (নিঃ) মশিউর রহমান, এএসআই (নি:) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ১৪ ডিসেম্বর ২০২৩ খ্রি: তারিখ আনুমানিক ৭ টা ৫ মিনিটের সময় দামুড়হুদা মডেল থানাধীন জাহাজপোতা গ্রামস্থ পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ০১। মোঃ শহিদুল ইসলাম (৫৫), পিতা- মৃত জেহের আলী, সাং- কুতুবপুর, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গাকে ৫১(একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।