চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা র দিকনির্দেশনায় নিয়মিত ডিউটির পাশাপাশি চুয়াডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শেখ সেকেন্দার আলী, অফিসার ইনচার্জ, সদর থানার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ হাসানুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ চুয়াডাঙ্গা থানা এলাকায় দিবাকালীন কিলো-১১ ডিউটি করাকালে ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল অনুমানীক ৫ টা ২৫ ঘটিকায় সংবাদ পান যে, চুয়াডাঙ্গা পৌরসভাধীন কুলচারা সাকিনাস্থ দোয়ার মাঠে জনৈক মৃত নিজাম উদ্দিন, পিতা- মৃত খোরশেদ শবরী এর পুকুর পাড়ে উত্তর পার্শ্বের কুড়ে ঘরের সামনে ডাকাতির উদ্দেশ্য একদল ডাকাত সমবেত হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছায়ে আসামী ১। মোঃ ফয়সাল আহম্মেদ তুহিন(২৪), পিতা- ঝন্টু আহম্মেদ, ২। বিপ্লব কুমার দাস(৩০), পিতা- বিষে, উভয় সাং-ইসলাম পাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গাদ্বয়কে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি লোহার তৈরী ধারালো হাসুয়া ও ০১টি লোহার তৈরী ধারালো চাকুসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু হয়।