চুয়াডাঙ্গা প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠ প্লে গ্রাউন্ডে ১৩ ডিসেম্বর সকাল ১০টায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠে অধ্যায়নরত স্নেহের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা; সম্মানিত অতিথি আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা; বিশেষ অতিথি মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মোঃ কবীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চুয়াডাঙ্গা; আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গাসহ স্নেহের শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোঃ শাহাবুদ্দীন, অধ্যক্ষ, প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠ, চুয়াডাঙ্গা।
এ জাতীয় আরো খবর ....