পটিয়া আমির ভান্ডার হযরত শাহসুফী সৈয়দ ডাঃ মীর কাশেম শাহ্ (রহঃ) পবিত্র ৭তম ওফাত শরীফ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮ই ডিসেম্বর বাদে মাগরিব হতে পটিয়া আমির ভান্ডার দরবার শরীফ শাহী ময়দান প্রাঙ্গনে হযরত আমিরুল আউলিয়া শাহ্ আমিরুজ্জমান কেবলার পুত্র হযরত মোজাহেরুল হক শাহ্ এর ৩য় সাহেবজাদা শাহ মনজিলের সাজ্জাদানশীন শিররে্ আমির মুশকিল কোশা হযরত ডাঃ মীর কাশেম শাহ্ আল-আমির ভান্ডারীর ৭তম পবিত্র বেচাল শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। শাহ্ মনজিলের নায়েবে সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত মুফতি মাওলানা এহসানুল হক আমিরীর সভাপতিত্বে এতে প্রধান মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মনজিল এর সাজ্জাদনশীন আওলাদ গন।
প্রধান ওয়ায়েজীন হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব হযরত মাওলানা সৈয়দ ফোরকানুল হক আমিরী, হযরত মাওলানা মঈনুদ্দিন খান মামুন সাহেব,মাওলানা বকতিয়ার হামিদ আল কাদেরী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মঈনুল হক আমিরী, শাহজাদা সৈয়দ মোতাহেরুল হক আমিরী, শাহজাদা সৈয়দ মনিরুল হক আমিরী।
উক্ত ওরশ মোবারকে মিলাদ মাহফিল,পবিত্র ছেমা ও মিলাদ কিয়াম শেষে প্রায় কয়েক হাজার আশেকানে বক্তদের মাঝে তাবরুক বিতরণের মাধ্যমে দেশ ও মুসলিম উম্মাহ্ এর জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।