চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবার দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে মোঃ ফেরদৌস ওয়াহিদ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/ মুহিদ হাসান সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) সাদিকুর রহমান জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে পরিচালনাকালে ৮ ডিসেম্বর বিকাল ৪ টা ৪৫ মিনিটে দামুড়হুদা মডেল থানাধীন কোমরপুর গ্রামস্থ জনৈক সম্ভু বোস এর নিউবোস ইটভাটা সংলগ্ন কার্পাসডাঙ্গা টু দামুড়হুদা গামী পাকা রাস্তার পূর্ব পার্শে হতে ধৃত আসামী ১) মোঃ সোহেল রানা (২৪), পিতা-মো” খোরশেদ আলী, সাং- পীরপুরকুল্লা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।