চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, মহোদয় ৮ডিসেম্বর দুপুর ২টায় পুলিশ লাইন্স মেস আকস্মিক পরিদর্শন করেন।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার বাদ জুম্মা পুলিশ লাইন্স মেস, ফোর্সের ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি খাবারের গুণগত মান পরীক্ষা করেন। তিনি সার্বক্ষণিক খাবার গরম রাখার জন্য পুলিশ লাইন্স মেসে ‘Food Warmer’ এ খাবার সংরক্ষণ করার জন্য মেস ম্যানেজারকে নির্দেশ প্রদান করেন। খাবারের মান উন্নীতকরণসহ পরিস্কার পরিছন্নতার সাথে প্রতিনিয়ত স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনের পাশাপাশি প্রতিমাসে উন্নতমানের খাবার সরবরাহের জন্য মেস পরিচালনা কমিটিকে দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার ফোর্সের ব্যারাক ও মেস পরিদর্শন করেন। তিনি ডেঙ্গু প্রতিরোধে ব্যারাকসহ সকল স্থাপনার আশেপাশের আগাছা পরিস্কার ও বসবাসের ব্যারাকে সকলকে পরিস্কার পরিছন্নতার সাথে বসবাস করার নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ নাজিম উদ্দিন আল-আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; মোঃ আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।