অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তিনজন। তারা হলেন- মাহফুজ আহমেদ, ফরিদা আক্তার ববিতা ও মো. সিয়াম আহমেদ। এছাড়া গায়ক-গায়িকাদের মধ্যে সেরা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম।
২০২২-২৩ কর বছরের জন্য মোট ১৪১ ব্যক্তি, কম্পানি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৫ ডিসেম্বর) মনোনীতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে এনবিআর।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা গেজেটে জানানো হয়, ৭৬ ব্যক্তি, ৫৪ কম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদান করা হবে।