মানিকগঞ্জের দৌলতপুরে আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বুধবার ৬ই ডিসেম্বর দুপুরের দিকে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: একেএম আজিজুল হকের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ-১ আসনের নৌকার মনোনিত মাঝি এ্যাড: আব্দুস সালাম।
তিনি তার বক্তব্যে বলেন – – “ আমি এম পি হলে আপনারা সবাই এম পি হবেন ”- বললেন বীর মুক্তি যোদ্ধা এডভোকেট আব্দুস সালাম।
উক্ত সভায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের নেতা জনি, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের মেহের উকিল, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা রাজেদুল, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শওকত আলী খান, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন, ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড: ইদ্রিস আলী, বাঁচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সরকার, কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান, চরকাটারি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মন্ডলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বর্তমান সরকার বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন।বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানিকগঞ্জ ০১ আসনে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম সাহেবকে, তাই সকলে মিলে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে নৌকায় ভোট দিয়ে সালাম সাহেবকে মানে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকা ছাড়া অন্য কোন মার্কায় ভোট দেয়া যাবে না । নৌকাকে বিজয় করলেই আওয়ামী লীগের বিজয়, আওয়ামী লীগের বিজয় মানেই প্রধানমন্ত্রী আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।
তারা আরো বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীদের সুসংগঠিত থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে এক যোগে কাজ করতে হবে। সরকারের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে নৌকাকে ৭ জানুয়ারি বিজয়ী করতে হবে।