1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন

নওগাঁয় ট্রাকে আগুন

নাসির উদ্দীন চঞ্চল, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৭ বার নিউজটি পড়া হয়েছে

নওগাঁ সদরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির সামনের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

 

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার ডাক্তার মোড় এলাকায় ট্রাকটিতে আগুন লাগে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি ফয়সাল বিন আহসান।

 

ওসি ফয়সাল বলেন, ট্রাকটি সদর উপজেলার ডাক্তার মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকে কোনো মালামাল ছিল না। রাত ৮টার দিকে প্রথমে পথচারীরা ট্রাকটির সামনের অংশে আগুন জ্বলতে দেখেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন।

 

ওসি আরও বলেন, নাশকতা নাকি ট্রাকের ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুন লেগেছে তা তদন্ত করে পরে বলা যাবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

ট্রাকটির মালিক ওয়াজেদ আলী সদর উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা। ওয়াজেদ আলী নিজেই গাড়িটি ভাড়ায় চালাতেন।

 

ট্রাকের মালিক ওয়াজেদ আলী জানান, যখন ভাড়া থাকে না, তখন ট্রাকটি ডাক্তার মোড় এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন তিনি। আজ সারা দিন কোনো ভাড়া না পাওয়ায় সকাল থেকেই গাড়িটি সড়কের পাশে দাঁড় করানো ছিল। রাত ৮টার দিকে ট্রাকটিতে আগুন ধরে যায়। লোকজনের চিৎকার শুনে ছুটে এসে দেখেন, ট্রাকের সামনে আগুন জ্বলছে। লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel