সারাদেশে শুরু হলো নির্বাচনী যুদ্ধ,
বিএনপি জামায়াত মানছেনা ভোট
ভীষণ তারা ক্ষুব্ধ।
নৌকার সাথে হবে এবার সতন্ত্রদের লড়াই,
দেখবে মানুষ বানের পানি
কোনদিকেতে গড়াই।।
২৯ দল লড়বে এবার বাইরে ৩০ দল,
প্রার্থীরা তাই চাঙ্গা ভীষণ
অটুট মনোবল।।
সকাল বিকাল ঘণ্টা মিনিট চলছে দারুণ শোর
কে জিতবে জানা যাবে
রাত্রি হলে ভোর।।
৷৷ রচনাকাল: ০৩/১২/২০২৩।।
সময়: রাত ১১টা ৩৫ মিনিট।।