ফেনীতে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে শহরের গ্রিন টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল পৌনে ৬টার দিকে ৮-১০ জন যুবক জড়ো হয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আতঙ্কে পথচারীরা ছোটাছুটি করলে তারা পেট্রোল ঢেলে সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে ইকবাল হোসেন নামের এক চালকের মাথা ফেটে যায়।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, অটোরিকশা দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেওয়ার প্রস্তুতি চলছে।