আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর মধ্যে নড়াইল-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন-বর্তমান সংসদ সদস্য মাশরাফি বীন মোর্তজা ।
জনপ্রিয় এই নেতার মনোনয়ন পাওয়ার বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতারন করেছেন দলের নেতা কর্মীরা। আজ ( ২৭ নভেম্বর) সদরের তুলারামপুর ইউনিয়নে মিষ্টি বিতারন ও আনন্দ মিছিল হয়।নড়াইল জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি এ্যাডঃ শরিফুল ইসলাম মুকুল খানের নেতৃত্বে তুলারামপুর বাজারে এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
আনন্দ মিছিলটি তুলারামপুর বাজার প্রদক্ষিণ শেষে পথ চারিদের মাঝে মিষ্টি বিতারন করেন। ৪ মন মিষ্টি বিতারন কালে হাজারো মাশরাফি প্রেমিদের জয় বাংলা স্লোগানে তুরারামপুর বাজার মুখরিত হয়।
এসময় ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।