শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা) পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
আজ রবিবার (২৬ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য,শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন ২০ জন।
সকলের আবেদন যাচাই বাছাই করে ইকবাল হোসেন অপুর নাম ঘোষণা করা হয়।
মনোনয়নের খবরে দুই উপজেলায় বর্তমান এমপি সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে।
এ জাতীয় আরো খবর ....