চুয়াডাঙ্গা শহরের অদূরে ইজিবাইকের ধাক্কায় আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে হাতিকাটা মোড়ের রাস্তায় এসে দাঁড়ান আব্দুল মালেক। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।
আব্দুল মালেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডা. আফরিনা হীরা বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পেয়েছি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।