নড়াইলে মোবাইল ফোনে প্রাননাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে নড়াইল আদালতে একটি মামলা করা হয়েছে। মামলার নধিসুত্রে যানা যায়, সদর উপজেলার আগদিয়া গ্রামের নাজমুল সরদার এক জন সহজ সরল নিরীহ প্রকৃতির লোক হইতেছে। কিছু দিন যাবৎ তার আত্বীয় স্বজনরা তাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে৷ গত (২৭ মে) বিকাল ৪ ঘটিকার সময় নাজমুলকে জানে মেরে ফেলার হুমকি দেন,খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রাম কসবা এলাকার,মনিরা বেগম, সুফিয়া বেগম, মিন হাজজুল আবেদীন,মরিয়ম বেগম।
হুমকি দাতারা তার আত্বীয় স্বজন হইতেছে, এহেন পরিস্থিতিতে নাজমুল তার জীবন ও জানমালের নিরাপদ হীনতায় ভূগছে।স্থানীয়দের পরামর্শ নিয়ে নিরুপায় হয়ে নড়াইল এসে আদালতে মামলা করেন।
এ বিষয়ে নাজমুল বলেন, দীর্ঘ দিন ধরে মনিরা বেগম সহ তার লোকজন আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমি নিরাপদ হীনতায় ভূগছি।স্থানীয়দের পরামর্শ নিয়ে আদালতে ১০৭ ধারায় মামলা করেছি।
এ বিষয়ে জানতে মনিরা বেগম বলেন, তাকে কোন হুমকি দেওয়া হয়নি। মিথ্যা হয়রানি করা হচ্ছে তাকে।
এ জাতীয় আরো খবর ....