চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকরভাবে খাদ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ বিভিন্ন অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা এলাকায় ওই অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ জানান, দুপুরে সদর উপজেলার জালশুকা এলাকার মেসার্স মাম ফুডেক্স নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় পূর্বে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে সেমাই, চানাচুর ও মুড়ি তৈরি, স্বাস্থ্যবিধি না মানা, কর্মচারীদের টয়লেটে হাত ধোয়ার সাবান বা হ্যান্ডওয়াস না থাকা, অনুমোদনবিহীনভাবে বাইরের পণ্য নিজেদের নামে প্যাকেজিং করা, পণ্যের প্যাকেটে মিথ্যা বিজ্ঞাপন দেয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য ভালো পণ্যের সাথে সংরক্ষণ করে বিক্রয় করা ও যথাযথভাবে মোড়কীকরণ বিধি ইত্যাদি না মানাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রাশেদ আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর জিনিসগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।