রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ বারেকুল ইসলাম বারেক (২৭) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (১৭ নভেম্বর) দিনগত রাত ১০টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন বিহারীপাড়া গ্রামের তার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশী চালিয়ে ১২৯ বোতল ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ বারেকুল ইসলাম বারেক (২৭), সে পুঠিয়া থানার বিহারীপাড়া গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে।
শনিবার দুপুরে র্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারী বারেক একজন পেশাদার মাদক কারবারী। তার বিরুদ্ধে পূর্বের ২টি মামলা রয়েছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র্যাব।