চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা গত ১৭.১১.২৩ খ্রিঃ অপরাহ্নে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। তিনি জেলা পুলিশ, চুয়াডাঙ্গার দায়িত্বভার গ্রহণ করে ১৯ নভেম্বর সকাল ১০টায় ড. কিসিঞ্জার চাকমা, সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গার নবনিযুক্ত পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ড. কিসিঞ্জার চাকমা, সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে ১৯নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় স্ব স্ব সরকারি দপ্তর তাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার কথা বলা হয়। এছাড়াও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতির প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গাসহ জেলাধীন সকল সরকারি দপ্তরের প্রধানগণসহ কমিটির অনান্য সম্মানিত সদস্যবৃন্দ।