রাজশাহী দুর্গাপুর উপজেলার নওপাড়া ডিগ্রী কলেজের জমির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) নওপাড়া মহাবিদ্যালয়ের জমির গাছ কেটে বিক্রি করার মতো ওই ঘটনা ঘটে। যদিও অভিযুক্ত চেয়ারম্যান গাছ কাটার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি ওগুলো নিজের গাছ বলে দাবি করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় দুটি বড় বড় আমের গাছ কেটে কলেজের মাঠের সাথেই ফেলে রাখা হয়েছে। গাছ কাটার লোকজন সেখানে বসে আরাম করতেও দেখা গেছে। গাছ কাটার লোকজনরা বলছেন আমাদেরকে লেবার হিসেবে ভাড়া করে এনেছেন তাই আমরা এখানে কাজ করছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের নির্দেশে তাদের লোকজন প্রভাব খাটিয়ে কলেজের জমির আমগাছ গাছ কাটা শুরু করেন।
এ বিষয়ে জানতে চাইলে ১ নং নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ওই জায়গা আমাদের, গাছও আমাদের। অধ্যক্ষ তিনি মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন। আর আমার ভাই ওই কাজগুলো কয়ামাজমপুরের এক ব্যক্তির নিকট বিক্রি করে দিয়েছে। আসলে আমিও তা বিক্রি করিনি। জমিটি বহুবার মাপ যোগ করা হয়েছে। ওইসব সম্পত্তি আমাদের।
এ বিষয়ে নওপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হোসনে আলী বলেন, ওই জমি কলেজে সে সময় দান করেছিল চেয়ারম্যানের পিতা। এছাড়াও বেশ কয়েকবার সরকারি সার্ভেয়ার এসে জমিটি মাফ করে দিয়েছে এবং কলেজের নামে বলে গেছে। তারপর আজ থেকে প্রায় ২২ বছর আগে ওই আমের গাছগুলো কলেজের পক্ষ থেকে আমরা রোপণ করেছিলাম। এবং ওই জায়গা কলেজের নামে রয়েছে। সেই কাগজপত্র আমাদের কাছে আছে। আমরাই খাজনা খারিজ করেছি। অথচ ইউপি চেয়ারম্যানসহ তাদের শরিকরা নিজেদের সম্পত্তি বলে দাবি করে গাছগুলো কেটে নিয়েছে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পায়নি, অভিযোগ পেলে খুব দ্রুতই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।