বেনাপোল পোর্ট থানা পুলিশের সফল অভিযানে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১ মাদক কারবারী গ্রেফতার।
১৪ই নভেম্বর রাত দিবাগত রাত সাড়ে ১২টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ সাদিপুর গ্রামে ওই মাদক কারবারীর বসত বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘরের গরুর খাবার চাড়ীর মধ্য থেকে ভারতীয় নিষিদ্ধ ৯০ বোতল অবৈধ পেন্সিডিলসহ আসামিকে গ্রেফতার করে। জব্দকৃত ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিলের মোট ওজন= ৯,০০০ মিঃ লিঃ/০৯ লিটার, যার সর্বমোট অনুমানিক মূল্য ১,৮০,০০০/- (এক লাখ আশি হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামি যশোর জেলার পোর্ট থানার সাদিপুর (পাঠপাড়া) গ্রামের মো: তাহাজ্জত আলী ও মোছা: বালিতন নেছার ছেলে আলমগীর হোসেন (৪২)।
ঘটনার বিবরণ এবং আসামির পরিচয় নিশ্চিত পূর্বক বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া খবরের আলোকে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।