চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ১৪ নভেম্বর সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী বিভিন্ন প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ১০(দশ) শয্যা বিশিষ্ট আইসিইউ সহ নবনির্মিত ১২(বার) টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬(ছয়) টি মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন শুভ উদ্বোধন করেন।
উক্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা থেকে সংযুক্ত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গার সিভিল সার্জন
সাজ্জাৎ হোসেন সহ জেলা প্রশাসন, সদর হাসপাতাল, শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর ....