ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যাণ্ডের পাকিজা এলাকায় দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যাণ্ডের পাকিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রতক্ষ্যদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে ঢাকা-আরিচা মহাড়কের সাভার বাজার বাসস্ট্যাণ্ডের পাকিজা এলাকায় এজেআর পার্সেল কুরিয়ার সার্ভিসের দুটি ট্রাক ইউটার্ন নেওয়ার জন্য ঘুরছিল। এ সময় আরিচাগামী পণ্যবাহী আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কুরিয়ার সার্ভিসের একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ট্রাক চালক মারা যান।
আহতদের সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক শেখ আবুল হাসান বলেন, এখন পর্যন্ত একজন নিহতের খবর পেয়েছি। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।