রাজধানীর প্রবেশদ্বার আব্দুল্লাপুরে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় মামুন মজুমদার (৩৫) নামে ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক পেট্রোলসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। পালিয়ে গেছেন সঙ্গে থাকা যুবদল নেতা সোহেল রানা।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় রাজধানী ঢাকার আব্দুল্লাহপুরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মামুন মজুমদার (৩৫) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম থানার কুমরুল গ্রামের মাহমুদ উলাহর ছেলে। পালিয়ে যাওয়া উত্তরা পূর্ব থানার যুবদল নেতা সোহেল রানা। দুজনই উত্তরায় থাকতেন।
র্যাবের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানান, আবদুল্লাহপুরে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রজাপতি পরিবহনের একটি বাসে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের জানালার গ্লাস ও দুটি সিট পুড়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে চালক ও হেলপারের সহযোগিতায় মামুন মজুমদারকে গ্রেপ্তার করতে সক্ষম হই। র্যাবের উপস্থিতি টের পেয়ে সে নিজেকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেন। এসময় তার সঙ্গে থাকা সোহেল রানা পালিয়ে যায়। আসামির কাছ থেকে পেট্রোল উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।