সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বিএনপি-জামায়াত ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। গতকাল(১২ অক্টোবর) রোববার রাতভর ও আজ সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসব নেতারা তাহিরপুরে নাশকতা সৃষ্টির চেষ্টা চালিয়েছে এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি নাশতার মামলা দায়েরে করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তাহিরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমির শাহ্, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ডা. এসকে শফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বি ও বিএনপি নেতা কামাল হোসেন। অপরদিকে জামায়াতের দুই নেতা হলেন, উপজেলার কলাগাঁও গ্রামের আলআমিন ও মাহমুদউল্লাহ।
উপজেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গতকাল রাতে বিএনপির তিন নেতা ও আজ সোমবার দুপুর ১২টার দিকে ছাত্রদলের এক নেতাসহ মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।