নন-ক্যাডার অফিসারদের রেঙ্ক বেজসহ মাঠ পর্যায়ের যোগ্য সম্মানের যৌক্তিক দাবিগুলোর সঠিক সমাধানে অপারগতার কারণে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি এবি এম ফরমান আলী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পদত্যাগের সিদ্ধান্ত নেন।
দুই লাখ আট হাজার পুলিশ সদস্য সমৃদ্ধ দেশের অন্যতম বড় সংগঠন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের বর্ধিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় এসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা চিত্রনায়ক ডি এ তায়েব, সভাপতি এবং সাধারণ সম্পাদককে স্বপদে পুনর্বহালের ঘোষণা দেন।
মাইনুল হোসেন এবং মনসুর মানিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এম এন ভক্ত, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন মোল্লা, কামাল হোসেন, অপূর্ব হাসান, দীপক কুমার, সাইফুল ইসলাম, আশিকুর রহমানসহ আরও অনেকে।