জনসভায় যোগ দিতে খুলনা পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর হেলিকপ্টারে করে খুলনায় পৌঁছেন তিনি।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর ১টায় খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর খুলনার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শেষে বিকেল ৩টায় সার্কিট হাউজ মাঠের জনসভা মঞ্চে উঠবেন তিনি।
খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেওয়া শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।